Home » , » কি করে ইন্টারনেট এ রুজগার করবেন ?

কি করে ইন্টারনেট এ রুজগার করবেন ?


অনেকেই বলে ঘরে বসে অতি সহযে ইন্টারনেটের মাধ্যমে প্রতি মাসে ২৫থেকে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব। হ্যা আমরাও একমত। কিছু ক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী লক্ষাধিক টাকা ও আয় করা সম্ভব। অনেকে সফলভাবে নিজের মত করে চালিয়ে যাচ্ছেন তার ইন্টারনেট ব্যাবসা। প্রতিনিয়তই আমরা ইন্টারনেটের বিশাল সম্ভাবনার কথা শুনতে পাই। পত্র পত্রিকা ও টিভি চ্যানেলে দেখতে পাই তথ্যের
মহাসমুদ্র ইন্টারনেটে ব্যাবসা বানিজ্য ও আয় রোজগারের অপার সম্ভাবনার কথা।আজকাল পত্রিকায় প্রায়ই দেখা যায় যে, অনলাইনের মাধ্যমে আয় রোজগার করা সম্ভব। এই বিষয়ে বিভিন্ন সেমিনার আর ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। গুগল এ্যাডসেনস, এ্যাডভার্ট, বিডব্রাইট, কিকপে সহ  ইয়াহুর কিছু বিষয়কে এই আয় রোজগারের মাধ্যম হিসেবে ব্যবহার চিহ্নিত করা হচ্ছে। তবে এই ওয়ার্কশপগুলোর অংশগ্রহন ফি প্রতিটির জন্য কমপক্ষে ১০০০ টাকা। একজন ছাত্র বা মধ্যবিত্ত ব্যক্তির ১০০০ টাকার বিনিময়ে একদিনের সেমিনারে অংশগ্রহন করা অত্যন্ত কষ্টকর। বাংলাদেশ সরকারের বড় বড় বুলি। সরকার ইন্টারনেটের ব্যাবহার জনগনের দ্বারপ্রান্তে পৌছে দিতে এবং সহযলভ্য করতে মরিয়া হয়ে উটেছে। সরকারের এই মহৎ উদ্যোগ প্রশংশনিয়। কিন্তু সাধারন জনগন, অল্প শিক্ষিত অথবা অশিক্ষিত জনগোষ্ঠীর কি কাজে আসবে এই ইন্টারনেট।এসব বিষয়ে প্রশিক্ষন দিতে সম্প্রতি অনলাইন এ এলরোজগার ডট কম  
Share this article :

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন